• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোহলির দলের নেতা ডি ভিলিয়ার্স, ছিটকে গেলেন রাহুল


ক্রীড়া ডেস্ক মার্চ ৩১, ২০১৭, ০৫:৪৬ পিএম
কোহলির দলের নেতা ডি ভিলিয়ার্স, ছিটকে গেলেন রাহুল

ঢাকা: আইপিএল এখনও শুরুই হয়নি। তার আগেই চোটাক্রান্ত হয়ে পড়ল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি। আগেই জানা ছিল, কাঁধের চোটের কারণে আইপিএলের শুরুর দিকে খেলতে পারবেন না অধিনায়ক বিরাট কোহলি।

বেঙ্গালুরু আবার বড়সড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত পারফর্ম করা লোকেশ রাহুলকে হারিয়ে। তিনিও কাঁধে চোট পেয়েছেন। অস্ত্রপচারের জন্য রাহুলকে যেতে হবে লন্ডনে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে চোট পান রাহুল। তারপরও পরের ম্যাচগুলো খেলে যান তিনি। ভারতের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ  অবদানও রেখেছেন রাহুল। তবে শট খেলতে গিয়ে তাকে সমস্যায় পড়তে হয়েছে।

রাহুলের মত একজনকে হারিয়ে বেকায়দায়-ই পড়ে গেল বেঙ্গালুরু। তার ওপর নেই নিয়মিত অধিনায়ক কোহলি। তার জায়গায় প্রথম দিকে দলকে নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

রাহুলের অনুপস্থিতিতে সরফরাজ খান ও মনদিপ সিংয়ের মত ব্যাটসম্যানদের দায়িত্ব আরো বেড়ে গেল। উইকেটকিপিংয়ের জন্য কেদার যাদবকে আনা হতে পারে। তাছাড়া চোট জর্জর বেঙ্গালুরু দলে বেশ কিছু পরিবর্তনের কথা ভাবা হচ্ছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!