• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কোহলির হাতে কমোড কাপ, পোস্টারে আগুন!


ক্রীড়া ডেস্ক জুন ১৯, ২০১৭, ০২:০৯ পিএম
কোহলির হাতে কমোড কাপ, পোস্টারে আগুন!

ঢাকা : ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন চ্যাম্পিয়ন পাকিস্তান। মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের ফাইনালে বিরাট কোহলির দলকে ১৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নিল পাক বাহিনী। পাকিস্তানের দেয়া ৩৩৯ রানের চ্যালেঞ্জের জবাবে ব্যাট করতে নেমে ৩০.৩ ওভারে মাত্র ১৫৮ রানেই গুটিয়ে যায় ভারত।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ আগেই চড়েছিল সপ্তমে। ম্যাচের ভবিষ্যত পর্যালোচনা করে বিশ্লেষকদের ধারণা ছিল গতবারের চ্যাম্পিয়নরাই এবারো কাপ ঘরে তুলবে।

তবে তা আর হলো কই। তারুণ্য নির্ভর পাক ক্রিকেট চমকে দিয়েছে কোহলি, ধোনি আর যুবরাজদের। ১৮০ রানের বিরাট ব্যবধানে হারিয়ে ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে হারের বদলা নিলেন সরফরাজ-ফখররা।

এদিকে কাপ হাতছাড়া হয়েছে বিরাটের। মন ভেঙেছে কোটি কোটি ভারতবাসীর। এর মধ্যেই অবশ্য মজা করতে ছাড়ছেন না কেউ কেউ। হারের পর শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিরাট, জাদেজা ও ভারতীয় খেলোয়াড়দের নিয়ে ট্রল।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ট্রলে ট্রফির বদলে বিরাটের হাতে ধরিয়ে দেয়া হয়েছে কমোডের মতো তৈরি একটি কাপ। এছাড়া পাণ্ডিয়ার আউট নিয়েও রয়েছে ট্রল। হাসাহাসি হয়েছে বুমরাহ, জাদেজা সহ অন্যান্য ক্রিকেটারদের নিয়েও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল ছড়াও ভারতীয় ক্রিকেট ভক্তরা খেলোয়াড়দের বাড়ির সামনেও বিক্ষোভ করেছেন। কানপুর, হরিদ্বারে হতাশায় টিভি সেট ভাঙচুর করেছেন টিম ইন্ডিয়ার ভক্তরা। বিক্ষোভে ভারতীয় খেলোয়াড়দের ছবিতে আগুন ধরানো হয়।

এদিকে উত্তেজিত জনতা যাতে টিম ইন্ডিয়ার সদস্যদের বাড়িতে হামলা করে না বসে সে জন্য বিরাট-ধোনিদের বাড়ির সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!