• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোহলির হয়ে অসি মিডিয়াকে জবাব অমিতাভের


ক্রীড়া ডেস্ক মার্চ ২২, ২০১৭, ০৭:১৭ পিএম
কোহলির হয়ে অসি মিডিয়াকে জবাব অমিতাভের

ঢাকা: বিরাট কোহলির হয়ে এবার ব্যাট ধরলেন অমিতাভ বচ্চন। অস্ট্রেলিয়া মিডিয়া তীব্র আক্রমণ করে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করেছে। সেই কটাক্ষের জবাব ‘বিগ বি’ তাদের দিকে ফিরিয়ে দিয়েছেন। বুধবার টুইটার ব্যবহার করে অমিতাভ লেখেন,‘বিরাট কোহলি যে একজন বিজেতা এবং (বিশ্ব ক্রিকেটের) প্রেসিডেন্ট তা মেনে নেওয়ার জন্য অসি মিডিয়াকে ধন্যবাদ।

তবে অমিতাভের আগে এ নিয়ে মুখ খুলেছিলেন কিংবদন্তি সুনিল গাভাস্কার। অসি মিডিয়াকে একহাত নিয়ে তিনি বলেন,‘ অস্ট্রেলিয়া দলের সাপোর্ট স্টাফরা কথা বলছেন। ফোকাসটা মাঠের বাইরের ঘটনা থেকে ফিরিয়ে এবার খেলায় ফিরিয়ে আনা উচিৎ।’

বেঙ্গালুরুর পর রাঁচি টেস্টেও বিতর্ক থামেনি। ফিল্ডিংয়ের সময় কোহলির চোটের নকল করে এক প্রস্থ জলঘোলা করেন গ্লেন ম্যাক্সওয়েল। এরমধ্যে কোহলিকে ট্রাম্প অ্যাখ্যা দিয়ে বোমা ফাটান অসি মিডিয়া। আর তাতেই চটেছেন অমিতাভ। শত ব্যস্ততার মাঝেও তার ক্রিকেট নিয়ে আগ্রহের কমতি নেই। এবার অসি মিডিয়াকে কটাক্ষ করে কোহলির হয়ে জবাব দিয়ে দিলেন অমিতাভ। তার পাল্টা এখনও আসেনি!

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!