• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘কোহলিরা দায়িত্বজ্ঞানহীন, মাথামোটা ও নির্বোধ’


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৫, ২০১৮, ০৭:০০ পিএম
‘কোহলিরা দায়িত্বজ্ঞানহীন, মাথামোটা ও নির্বোধ’

ফাইল ছবি

ঢাকা: বিশ্বের এক নম্বর টেস্ট দল ভারত এমন নিন্দা শোনেনি, যা  এখন তাদের শুনতে হচ্ছে। গত চার বছরে (কোহলি টেস্ট অধিনায়ক হওয়ার পর থেকে) যে টেস্ট দল ৩৯টি ম্যাচে হেরেছে মাত্র ৭টিতে, সেই দলকে ‘মাথামোটা’, ‘নির্বোধ’, ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং ‘শিশুসুলভ’ বলে অপমান করা হচ্ছে। হ্যাঁ, এটা শোনার পর আপনি আঁতকে উঠলেও সত্যটা হজম করতেই হবে। কারণ কোহলির দলকে এভাবে যিনি গালমন্দ করলেন, তিনি ইংল্যান্ড ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটের কেউকেটাদের মধ্যে অন্যতম একজন, কিংবদন্তী জিওফ বয়কট।

এখনো পর্যন্ত ৩৭ টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। এর মধ্যে ২১টিতে জয় এসেছে। হার ৭টি ম্যাচে আর ড্র হয়েছে ৯টি ম্যাচ। জয় ৫৬.৭৫ শতাংশ ম্যাচেই। যা ভারতীয় অধিনায়কদের মধ্যে সর্বকালের সেরা রেকর্ড। কোহলির এই নজিরের সঙ্গে একমাত্র তুলনা চলে সাবেক  অধিনায়ক সৌরভ আর ধোনিরই। ৪৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ভারতকে ২১ ম্যাচে জয় এনে দিয়েছেন প্রিন্স অব কলকাতা। ধোনির নেতৃত্বাধীন ভারত ৬০টি ম্যাচের মধ্যে জিতেছে ২৭টিতে।

ইংল্যান্ডে ভারত নাকানিচুবানি খাচ্ছে।  যা দেখে বয়কট বলছেন, ‘ভারত ঔদ্ধত্য নিয়ে এখানে (ইংল্যান্ড) এসেছিল। ওরা ভেবেছিল একই রকমভাবে (উপমহাদেশের মতো) ব্যাট করবে এবং জিতবে। পরিস্থিতি মোতাবেক পরিকল্পনা না করলে যে দুর্ভোগে পড়তে হয়, সেটা টের পাচ্ছে ভারত। ওদের এমন শাস্তি দরকার ছিল।’ বিশ্বের এক নম্বর টেস্ট দলের ব্যাটিংকে তীব্র সমালোচনা করে ইংলিশ কিংবদন্তী আরো বলেন, ‘ভারতীয়দের ব্যাটিং শিশুসুলভ, দায়িত্বজ্ঞানহীন।’

১০৮ টেস্ট খেলা বয়কটের বিশ্লেষণ, কোহলিরা হতবুদ্ধির মতো ক্রিকেট খেলছে! যদিও বয়কটের এই সমালোচনার পাল্টা কোনও জবাব দেয়নি ভারত। আর মুখে জবাব দেওয়ার মতো কোনো নজিরও গড়তে পারেনি কোহলিরা।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!