• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্যান্সারে আক্রান্ত কণ্ঠশিল্পী শাম্মী আক্তারের পাশে প্রধানমন্ত্রী


বিনোদন প্রতিবেদক অক্টোবর ২১, ২০১৭, ০২:২০ পিএম
ক্যান্সারে আক্রান্ত কণ্ঠশিল্পী শাম্মী আক্তারের পাশে প্রধানমন্ত্রী

ঢাকা: ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘আমি যেমন আছি তেমন রব বউ হবো না রে’, 'ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না’- এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। 

জনপ্রিয় এই শিল্পী বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত।ক্যান্সারে চিকিৎসার খরচ তিনি বহন করতে পারছিলেন না। আক্রান্ত জনপ্রিয় সংগীতশিল্পী শাম্মী আক্তারের চিকিৎসা সহযোগিতায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি তিনি ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লাখ টাকার চেক দিয়েছেন শাম্মী আক্তারকে।

শাম্মী আক্তারের সঙ্গে দেখা করে তার হাতে এই অর্থ তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় ও সহ-সভাপতি মাহমুদ সেলিম। শাম্মী আক্তারের স্বামী সংগীতশিল্পী আকরামুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। কঠিন সময়ে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। দেশ যদি তার চিকিৎসায় এগিয়ে আসে আমরা আজীবন মনে রাখব।
 
সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!