• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্যান্সারের কাছে হেরে গেল জাবি ছাত্রী লাকি


জাবি প্রতিনিধি আগস্ট ২০, ২০১৭, ০৯:৪৪ পিএম
ক্যান্সারের কাছে হেরে গেল জাবি ছাত্রী লাকি

সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের (৪১তম ব্যাচ) শিক্ষার্থী লাকি আক্তার (২৪) ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। দুই সপ্তাহ আগে সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিল।

রোববার (২০ আগস্ট) দুপুরে ঢাকার ডেল্টা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি চির বিদায় নেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম ও বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তার এমন অকাল মৃত্যুতে শোকাহত বিশ্ববিদ্যালয় পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, ক্যান্সারের লক্ষণ দেখা দিলে গত দুই সপ্তাহ আগে লাকি আক্তরকে হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক লাকিকে ব্লাড ক্যান্সার আক্রান্ত বলে জানানোর পর তার শরীরের অবস্থা ক্রমেই আশঙ্কজনক হয়ে উঠে।

সর্বশেষ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। রোববার বিকেল সাড়ে ৫টায় ভিসির বাসভবন-সংলগ্ন মাঠে লাকি আক্তারের নামাজের জানাজা শেষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া গ্রামে তাকে দাফন করা হয়। লাকির পিতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন চাকরিজীবী।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!