• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
ঈদের সিনেমা

‘ক্যাপ্টেন খান’-এ মুগ্ধ দর্শক


বাবুল হৃদয় আগস্ট ২৪, ২০১৮, ১২:১৬ পিএম
‘ক্যাপ্টেন খান’-এ মুগ্ধ দর্শক

ঢাকা: ঈদে মুক্তি পেয়েছে মোট চারটি সিনেমা। এরমধ্যে সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘ক্যাপ্টেন খান’ দেখে মুগ্ধ হয়েছে দর্শক। সরেজমিন ও খরব নিয়ে জানা গেছে এমন তথ্য। বুধবার ২২ জুলাই ৫টায় শ্যামলী হলে দেখা গেছে হল ভতিং দর্শক। 

সহ-পরিবারে ‘ক্যাপ্টেন খান’ সিনেমা দেখতে গিয়েছেন উপস্থাপিকা রাফিয়া তিথি। তিনি সোনালীনিউজকে বলেন, ‘ফুল কমার্শিয়াল সিনেমা ‘ক্যাপ্টেন খান’। নাচে-গানে ও এ্যাকশনে ভরপুর। আসলে আমাদের বাংলা সিনেমা এমনি হওয়া উচিত। শাকিবের অভিনয়ে আমি মুগ্ধ হয়েছি। চমৎকার একটি গল্প। গল্পে টানটান উত্তেজনা ছিল। খুব ভালো লেগেছে সিনেমাটি।’

তিথির মতো অনেকেই বলেছেন এমন মুগ্ধতার কথা। ১৮০টির বেশি হলে চলছে ‘ক্যাপ্টেন খান’। খবর সনয়ে জানা গেছে, প্রত্যেক হলেই ভালো যাচ্ছে শাকিব অভিনীত এই সিনেমাটি।

‘ক্যাপ্টেন খান’ ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলি সুমন। ছবিতে  শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। সিনেমায় আরো অভিনয় করেছেন সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান প্রমুখ।

ঈদে অন্য তিনটি সিনেমা হল- জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘বেপরোয়া’। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান ও চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটি নির্মাণ করেছেন ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা রাজা চন্দ। রোশান-ববি ছাড়াও এতে আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটকেরসহ অনেকে। ঢাকার বাইরে একটি হলে সিনেমাটি চলছে।

নির্মাতা মোস্তাফিজুর রহমান নির্মিত ‘জান্নাত’ সিনেমাটিও ঈদে মুক্তি পেয়েছে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। এছাড়াও অভিনয় করেছেন আলীরাজ, শিমুল খান ও মিশা সওদাগর। কাহিনি লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। চিত্রনাট্য রচনা করেছেন আসাদ জামান। এই ছবিটিও তুলনামূলক ভালো যাচ্ছে।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘মনে রেখো’ সিনেমাটি মুক্তি পেয়েছে ঈদুল আজহায়। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও বনি। এ ছাড়াও এতে অভিনয় করছেন- মিশা সওদাগর, তুলিকা, বিশ্বজিৎ প্রমুখ। হার্টবিট প্রোডাকশন প্রযোজিত রোমান্টিক-অ্যাকশনধর্মী এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। ক্যাপ্টেন খানের পরের অবস্থানে রয়েছে ‘মনে রেখো’। 

বৃহস্পতিবার ২৩ আগস্ট মিরপ্ররের সনি সিনেমা হলে গিয়ে দেখা গেছে হাইজফুল। ম্যানেজার জানিয়েছেন, এর আগের শোটিও হাউজ ফুল গিয়েছে। শুক্রবার আশাকরি প্রত্যেকটি শো হাউজফুল যাবে।’
এদিকে ঈদের ছবি ভালো যাওয়ায় হল মালিকরা আনন্দিত। তারা সিনেমা নিয়ে নতুন আমার আলো দেখতে পাচ্ছেন। বেশ কয়েকজন হলমালিক জানিয়েছেন এমন কথা।


সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!