• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস থেকে ঢাবি ছাত্রীকে তুলে নিয়ে গেল ডিবি


নিজস্ব প্রতেবদক আগস্ট ১৪, ২০১৮, ১০:২৭ পিএম
ক্যাম্পাস থেকে ঢাবি ছাত্রীকে তুলে নিয়ে গেল ডিবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে শেখ তাসনিম আফরোজ ইমি নামে এক ছাত্রীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

ইমি ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী। কোটা সংস্কার আন্দোলনে সক্রিয়কর্মী ছিলেন ইমি। আন্দোলনে তিনি কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দিতো।

ওই ছাত্রী সাংস্কৃতিক সংগঠন স্লোগান ৭১-এর সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তদাতাদের সংগঠন বাঁধনের সাবেক কার্যকরী পরিষদের সদস্য।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ইমিকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে। আমরা বিষয়টি অবহিত আছি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!