• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস থেকে বহিরাগত তাড়ালো ঢাবি শিক্ষার্থীরা


ঢাবি প্রতিনিধি জুলাই ১৬, ২০১৭, ০২:২৮ পিএম
ক্যাম্পাস থেকে বহিরাগত তাড়ালো ঢাবি শিক্ষার্থীরা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে বহিরাগতদের তাড়িয়ে দিল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং বহিরাগতদের উপর লাঠিসোঠা দিয়ে হামলার ঘটনাও ঘটে।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার পর ওই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, ফুলার রোড, জগন্নাথ হলের দক্ষিণ পাশ এবং কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশ থেকে বহিরাগতদের তাড়িয়ে দিয়ে ক্যাম্পাস ছাড়া করে। এ সময় কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটে। আবার, অনেককে বহিরাগতদের উপর প্রচণ্ড চড়াও হতেও দেখা যায়। জানা যায়, বহিরাগত উচ্ছেদে অংশ নেয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ১ম বর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী।  

শিক্ষার্থীরা প্রথমে ফুলার রোডের রাস্তার দু’পাশে বসে থাকা ব্যক্তিদের কাছে গিয়ে ব্যক্তিগত পরিচয় জানতে চায়। তন্মধ্যে যারা ঢাবি শিক্ষার্থী নন তাদেরকে ক্যাম্পাস ছেড়ে যেতে বলে। এখানে ক্যাম্পাসের বাহির থেকে আসা কয়েকজনকে চড়-থাপর দিতে দেখা যায়। এরপর, জগন্নাথ হলের দক্ষিণ পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন বহিরাগতকে লাঠিসোঠা এবং বেল্ট দিয়ে বেধড়ক পিটাতে দেখা যায়।

তবে কেন্দ্রীয় শহীদ মিনারের আশে পাশে বসে থাকা বহিরাগত ব্যক্তিদের উপর বেশি ক্ষিপ্ত হতে দেখা যায় শিক্ষার্থীদের। এখানে দুই গাঁজা সেবনকারীকে বেধড়ক পেটানো হয়। পরে এদের একজনকে মাটিতে পরে থাকতে দেখা যায়। এছাড়া শহীদ মিনার এলাকায় গণহারে বহিরাগত ব্যক্তিদের উপর লাঠিসোঠা দিয়ে হামলা চালানো হয়। ফলে, এখানে ঘুরতে আসা ব্যক্তিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দিগ্বিদিক ছুটতে থাকে।

পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যের সামনে গিয়ে দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এখানে একটি মোটরসাইকেলের চাবি নিয়ে নেয় তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের গাড়ি আসছে দেখে শিক্ষার্থীরা চাবি ফেরত দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনার সূত্রপাত এর আগের দিন (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে পুরান ঢাকার কয়েকজন মোটরবাইকার কর্তৃক ১ম বর্ষের তিনজন শিক্ষার্থী প্রহৃত হওয়াকে কেন্দ্র করে। ওই ঘটনার পর ওইদিনও বহিরাগতদের উপর হামলার ঘটনা ঘটে ।  

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!