• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যালিস-স্মিথের পর হাশিম আমলা


ক্রীড়া ডেস্ক জুলাই ১৪, ২০১৭, ০৭:২১ পিএম
ক্যালিস-স্মিথের পর হাশিম আমলা

ঢাকা: লর্ডস টেস্ট ২১১ রানে হেরে চার টেস্টের সিরিজে পিছিয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। ট্রেন্ট ব্রিজে তাই প্রোটিয়াদের ঘুরে দাঁড়ানোর লড়াই। সেই লড়াইয়ে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ফাফ ডু প্লেসি।

এ প্রতিবেদন লেখার সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। ১৮.৫ ওভার ব্যাট করে ওপেনার ডিন এলগারকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা স্কোরবোর্ডে তুলেছে ৪২  রান। ক্রিজে আছেন কুন ২২ এবং হাশিম আমলা ১৪ রানে।

এদিন একটা মাইলফলক অতিক্রম করেছেন আমলা। দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে করেছেন আট হাজার রান। তার আগে এই কীর্তি রয়েছে মাত্র তিন প্রোটিয়া ব্যাটসম্যানের। এরা হলেন, জ্যাক ক্যালিস, গ্রায়েম স্মিথ এবং এবি ডি ভিলিয়ার্স।   

এলগারের সময়টা ভালো যাচ্ছে না। লর্ডসে ডু প্লেসির অবর্তমানে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়ে জেতাতে পারেননি। হারতে হয়েছে বড় ব্যবধানে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ওপেন করতে নেমেও সুবিধা করতে পারলেন না এলগার। মাত্র ৬ রান করেই তাকে ফিরতে হয়েছে জেমস অ্যান্ডারসনের বলে লিয়াম ডসনের হাতে ক্যাচ দিয়ে।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!