• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী, ইমরান খানই প্রথম


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৭, ২০১৮, ০৮:০৮ পিএম
ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী, ইমরান খানই প্রথম

ঢাকা : পাকিস্তানের জাতীয় আইনসভার ভোটাভুটিতে জয়লাভ করেছেন ইমরান খান। এর মধ্যে দিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হলেন সেদেশের বিশ্বকাপজয়ী অধিনায়ক। বিশ্বের প্রধম কোনো ক্রিকেটার হিসেবে প্রধানমন্ত্রী হয়ে নজির গড়লেন ইমরান খান।

২৫ জুলাইয়ের নির্বাচনে তাঁর দল তেহরিক-ই-ইনসাফ  একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।  আর এ কারণেই ভোটাভুটির প্রয়োজন হয়েছে। সেখানে জাতীয় পরিষদের ১৭৬ জন সদস্যের ভোট পেয়েছেন ইমরান। শনিবারই ইমরান পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।  

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইমরানের বিপরীতে প্রধানমন্ত্রী প্রার্থী হন পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) শাহবাজ শরিফ। তিনি জাতীয় পরিষদের ৯৬ জন সদস্যের ভোট পেয়েছেন।

গত ২৫ জুলাই অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে ইমরানের দল পিটিআই ২৭২টির মধ্যে ১১৭টি আসন পায়। ম্যাজিক ফিগারে পৌঁছাতে তাঁর দরকার ছিল ১৩৭ আসন। নির্বাচনের আগে ‘নতুন পাকিস্তান’ গড়ে তোলার অঙ্গীকার দিয়ে চমক তৈরি করেন ৬৫ বছর বয়সী ইমরান।

এদিকে, জয়ী হয়েই ভারতের জন্য সুসম্পর্কের ইঙ্গিত দিয়েছেন ইমরান৷ জয়ের পরই সাংবাদিক সম্মেলনে প্রথমেই কাশ্মীর সমস্যাকে গুরুত্ব দিয়ে তিনি জানান, দ্রুত সমস্যা সমাধানের পথ খুঁজবেন৷ আলোচনাই একমাত্র কাশ্মীর সমস্যার সমাধান, তাই আলোচনায় বসেই সমস্যা সমাধানের ইঙ্গিত দেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!