• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্রিকেটারদের নিয়ে সিনেমা গম্ভীরের অপছন্দ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০১৬, ১১:০৫ এএম
ক্রিকেটারদের নিয়ে সিনেমা গম্ভীরের অপছন্দ

ক্রিকেটারদের নিয়ে সিনেমা তৈরী করা পছন্দ নয় ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের। তার মতে, ‘সিনেমা যদি করতেই হয়, দেশের জন্য যারা অনেক বেশি অবদান রেখেছেন তাদের জীবনের গল্পই বেছে নেয়া উচিত, ক্রিকেটারদের নিয়ে নয়। দেশের অনেক বিখ্যাত মানুষ আছেন,যাদের অবদান অসামান্য।’

বেশ কিছু দিন ধরেই বলিউডে বিখ্যাত ক্রীড়াবিদদের জীবনের গল্প নিয়ে ছবি তৈরির ধারা চলে আসছে। ইতিমধ্যেই ভারতের অলিম্পিয়ান দৌড়বিদ মিলখা সিং ও লন্ডন অলিম্পিকে মেয়েদের বক্সিংয়ে ব্রোঞ্জজয়ী নারী বক্সার মেরি কমের জীবনের গল্প তুলে আনা হয়েছে রুপালি পর্দায়। বাদ থাকেনি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহার উদ্দিনও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক হ্যানসি ক্রোনিয়ে। জানা যায় শচিন টেন্ডুলকারের জীবনী নিয়েও হতে যাচ্ছে সিনেমা। আগামী কয়েকদিনের মধ্যেই মুক্তি পেতে যাচ্ছে অধিনায়ক মাহেন্দ্র সিংহ ধোনীর জীবনের গল্প নিয়ে তৈরী করার সিনেমার। 

কিন্তু তার আগেই গৌতম গম্ভীরের এমন মন্তব্যে অন্য গন্ধ খুঁজছেন অনেকেই। যদিও গম্ভীর তার মন্তব্যে নির্দিষ্ট কোন সিনেমার নাম বলেন নি। টুইটারে ক্রিকেটারদের নিয়ে ছবি বানানোর যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন গম্ভীর। তিনি বলেছেন, ‘ক্রিকেটারদের জীবনের গল্প নিয়ে তৈরি ছবিতে আমার একেবারেই বিশ্বাস নেই। আমার মনে হয় দেশের জন্য ক্রিকেটারদের চেয়েও যাঁরা বেশি অবদান রেখেছেন, তাদের জীবনের গল্প নিয়েই ছবি হওয়া উচিত। দেশে এমন অনেক মানুষ আছেন, যাঁরা অনেক ভালো কাজ করেছেন।’

আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ধোনির জীবনের গল্প নিয়ে তৈরি ছবি, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। ছবিটিতে ধোনির ভূমিকায় অভিনয় করছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুক্তির আগেই সারা ভারতে বেশ আগ্রহের জš§ দিয়েছে সিনেমাটি। সূত্র: এনডিটিভি।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!