• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্রিকেটে পিএইচডি করছেন মুশফিক


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ৬, ২০১৭, ০৫:৪৬ পিএম
ক্রিকেটে পিএইচডি করছেন মুশফিক

ঢাকা: খেলাধূলার পাশাপাশি পড়াশোনা করা খানিকটা কষ্টসাধ্য ব্যপার। আর সেটা যদি হয় ক্রিকেট খেলা, তাহলে তো আরও বেশি কঠিন কাজ। কিন্তু এই অসাধ্য সাধন করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ভার্সনের অধিনায়ক মুশফিকুর রহীম। আন্তর্জাতিক ক্রিকেটে শত ব্যস্ততার মাঝেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন এই ক্রিকেটার। ইতিহাস বিভাগ থেকে প্রথম বিভাগে অনার্স এবং মাস্টার্স পাস করেছেন। এবার পিএইচডি অর্জনের পথে হাঁটছেন ‘মিস্টার ডিপেন্ডবল’।

এ প্রসঙ্গে মুশফিক বলেন, মাস্টার্স পাস করার পর পিএইচডি করার ইচ্ছার ছিল। সেই মোতাবেক আমি সেটা শুরুও করে দিয়েছি। আপাতত আমি দক্ষিণ এশিয়ার ক্রিকেটের উপর পিএইচডি করার কথা ভাবছি।’

মুশফিকের মতে, তার পিতা-মাতা সবসময়ই তাকে পড়ালেখায় জোর উৎসাহ দিয়েছেন। তিনি বলেন, ‘শিক্ষাগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে আরও জ্ঞানী হতে সাহায্য করে। একজন মানুষ হিসেবে আমি চাই আমার পরবর্তী প্রজন্ম তাদের বাবা-মায়ের দিকে লক্ষ্য করুক এবং অনুধাবন করুক শিক্ষা অর্জন কতটা গুরুত্বপূর্ণ- তা আপনি যে-ই হোন না কেন। আমার বাবা-মা সবসময়ই আমাকে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করেছেন।’

উল্লেখ্য, বগুড়া জিলা স্কুল থেকে ২০০০ সালে বিকেএসপিতে সপ্তম শ্রেণীতে ভর্তি হয়ে যান মুশফিক। বিকেএসপিতেই চলে পড়াশোনা আর কোচ সালাউদ্দিনের কাছে ক্রিকেটের কৌশল আয়ত্ত। মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন মুশফিক। খেলাধুলা যে পড়ালেখার জন্য বাধা হয়ে দাঁড়ায় না, তারই উদাহরণ তৈরি করলেন মুশফিক। জিপিএ-৫ পেয়ে চমকে দেন সবাইকে। ২০০৪ থেকে মুশফিক অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ক্রিকেট খেলা শুরু করেন। ২০০৫ সালের ইংল্যান্ড সফরে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান তিনি। ২০০৬ সালে তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে আবারও চমক সৃষ্টি করেন। এবারের ফলাফলও জিপিএ-৫। ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হন। আন্তর্জাতিক ক্রিকেটের শত ব্যস্ততার ভেতরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন এই ক্রিকেটার। ইতিহাস বিভাগ থেকে প্রথম বিভাগে অনার্স এবং মাস্টার্স পাস করেছেন। ভবিষ্যতে পিএইচডি করার ইচ্ছার কথাও জানিয়েছেন মুশফিক। ২০১১ থেকে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তরুণ এই ক্রিকেটার। বর্তমানে তিনি টাইগারদের টেস্ট অধিনায়ক।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!