• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্লাব কাপ সার্ফিংয়ের পৃষ্ঠপোষক ল্যাবএইড


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১২, ২০১৭, ০৭:৪৪ পিএম
ক্লাব কাপ সার্ফিংয়ের পৃষ্ঠপোষক ল্যাবএইড

ঢাকা: ১০টি ক্লাব নিয়ে পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে শুরু হতে যাচ্ছে প্রথম জাতীয় ক্লাব কাপ সার্ফিং টুর্নামেন্ট। আগামী ১৭ মার্চ দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশনের (বিএসএ) আয়োজিত এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছেন চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ল্যাবএইড।

প্রথমবারের মত জাতীয় ক্লাব কাপ সার্ফিং টুর্নামেন্ট আয়োজনের জন্য যাবতীয় খরচ বহন করবে পৃষ্টপোষক ল্যাবএইড। এ উপলক্ষে  রোববার (১২ মার্চ) ল্যাবএইড-এর সেমিনার কক্ষে দ্বিপাক্ষিক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম এবং বিএসএ সভাপতি কাজী ফিরোজ রশিদ এমপি। ল্যাবএইড-এর হেড অব কর্পোরেট সার্ভিসেস সাইফুর রহমান লেনিন, বিএসএ’র সহ-সভাপতি জামাল রানা এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!