• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্লিনিকের আড়ালে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৫


ঠাকুরগাঁও প্রতিনিধি জুলাই ১০, ২০১৭, ০১:৫৮ পিএম
ক্লিনিকের আড়ালে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৫

ঠাকুরগাঁও: ক্লিনিক ব্যবসার আড়ালে ঠাকুরগাঁওয়ের অসামাজিক কার্যকলাপ ও রমরমা মাদক ব্যবসা চলছে। পুলিশ অভিযান চালিয়ে এক ক্লিনিক মালিকসহ ৫ জনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া গেছে।

পুলিশ জানায়, সবুজ ক্লিনিকের মালিক মানিক চন্দ্র দে দীর্ঘদিন মাদক ব্যবসা করছিল। এই ক্লিনিক মালিকের নেটওয়ার্কে ইয়াবা ও ফেনসিডিল দেশের বিভিন্ন অঞ্চলে চালান আসত।

রোববার (৮ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্লিনিকে অভিযান চালিয়ে মাদক সম্রাট মানিক চন্দ্র দে  ও তার সহযোগীদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

এই ক্লিনিকের মালিকের বাড়ি শহরের শান্তিনগর মহল্লায়। সূত্র জানায়, দিনাজপুরের বীরগঞ্জ, খানসামা ও পঞ্চগড়ের দেবীগঞ্জ হয়ে এই নেটওয়ার্কের সদস্যরা এই ব্যবসা করছিল। ইয়াবা এলাকায় ছড়িয়ে দিত এই নেটওয়ার্ক। ভারতের ওপার থেকে ফেনসিডিল এনে জেলা শহরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করত বলে সূত্র জানায়।

এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান নিশ্চিত করে বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে মামলা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!