• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্ষমতাসীনেরা লোপাটে ব্যস্ত: নোমান


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১২, ২০১৬, ০৫:০৩ পিএম
ক্ষমতাসীনেরা লোপাটে ব্যস্ত: নোমান

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি দেশে আজ সেই গণতন্ত্র নেই। দেশে এখন স্বৈরতন্ত্র বিরাজ করছে। দেশের উন্নয়নের জন্য যে মেগা প্রজেক্ট তৈরি করা হয়েছে তা ব্যর্থ প্রজেক্টে পরিণত হয়েছে। মেগা প্রজেক্টের অর্থ দলীয় নেতাকর্মীরা লোপাট করে খাচ্ছে।

শনিবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক স্মরণসভায় নোমান এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া জেলার সভাপতি আমীর হোসেন মন্ডলের স্মরণে এই সভার আয়োজন করে।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

নোমান বলেন, সরকার এখন নির্বাচনের কথা বলছে, কিন্তু এমন দুর্বল নির্বাচন কমিশনের আওতায় কখনই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তাই নির্বাচনের জন্য আরও শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন দিতে হবে।

বিএনপির এই নেতা দাবি করেন, সরকার ও দল জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের এত ব্যয়বহুল সম্মেলনেও জনগণ সাড়া দেয়নি অথচ বিএনপির সাধারণ অনুষ্ঠানেও জনগণের ঢল নামে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!