• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার করবে জাপা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১, ২০১৭, ০৭:৫২ পিএম
ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার করবে জাপা

ঢাকা: বর্তমান সরকার দিয়ে কোনো উপকার হচ্ছে না। নিষ্পেপিত হতে হচ্ছে। তাই ক্ষমতায় গেলে প্রাদেশিক সরকার করা হবে। এমন কথা বললেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার (১ জানুয়ারি) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে তিনি একথা বলেন।

দুই বছর পর জাপার প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ শুরু হয়। সকাল সোয়া ১০টায় দলের চেয়ারম্যান এরশাদ ও জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ সমাবেশস্থলে এসে জাতীয় পতাকা ও দলের পতাকা উত্তোলন করেন। এরপর পায়রা উড়িয়ে কার্যক্রম শুরু করেন।

জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের জন্য কী কী করা হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা বক্তব্যের মাধ্যমে সমাবেশে তুলে ধরে পার্টির চেয়ারম্যান বলেন, ‘ক্ষমতায় গেলে আমরা প্রাদেশিক সরকার করব। এ সরকার দিয়ে আমরা উপকৃত হইনি। নিষ্পেষিত হয়েছি। এভাবে দেশ চলতে পারে না। তাই প্রাদেশিক সরকার চাই।’

উপজেলা ব্যবস্থাকে পূর্ণাঙ্গ করে সেখানে ফের গুচ্ছগ্রাম ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে এরশাদ বলেন, ‘এখন যা আছে, তাতে উপজেলা শাসন করেন ইউএনও। আমরা উপজেলা পরিষদকে শক্তিশালী করব, কারণ আমরা চাই জনগণের নেতা জনগণকে শাসন করবে।’

ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংসদ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংরক্ষিত রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়ে এরশাদ বলেন, ‘আমরা ১৬ কোটি মানুষ এক এবং অভিন্ন। জাতীয় পার্টি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।’

প্রতিষ্ঠাবার্ষিকীর মহাসমাবেশে রওশন ছাড়াও পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশীদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, সালমা ইসলাম, সাহিদুর রহমান টেপা, সৈয়দ আবু হোসেন বাবলা, খালেদ আখতার ও ফখরুল ইমাম সমাবেশে উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!