• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক অক্টোবর ২, ২০১৭, ১২:২৯ পিএম
ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

ঢাকা: এবার ক্ষমা চাইলেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। এ বছর যারা কষ্ট পেয়েছেন, তাদের কাছে মার্ক জাকারবার্গ এ ক্ষমা চেয়েছেন।

ইহুদি বর্ষের পবিত্র দিন ইয়োম কিপুরের বার্তা হিসেবে তিনি ক্ষমা চান। এ দিনটিতে ভাগ্যের সুরক্ষায় পাপমোচনের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চান ইহুদিরা।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক দিন পর জাকারবার্গ বলেছিলেন, তার প্রতিষ্ঠান মার্কিন নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে-এ কথা ভাবা পাগলামি। তারপর থেকেই তাকে ওই চিন্তার মোড় ঘুরাতে হয়েছে এবং এবারের ইয়োম কিপুরের দিনে এ বছর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে আরও উন্নত সেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সম্প্রতি ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফেসবুকে রাশিয়ান কোম্পানির বিজ্ঞাপন প্রদর্শন নিয়ে সমালোচনার মুখে পড়েছে ফেসবুক। সম্প্রতি ফেসবুকের বিজ্ঞাপন প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে বিদ্বেষ সৃষ্টিকারী গ্রুপ তাদের লক্ষ্য পূরণ করতে পারে, এ ধরনের সমালোচনা ছড়িয়েছে। জাকারবার্গ আগামী বছরগুলোতে ফেসবুককে আরও উন্নত করতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের ভাষ্য, ভুয়া তথ্য ফেসবুকে যাতে বেশি না ছড়ায়, তা ঠেকাতে প্রচেষ্টা বাড়াতে হবে ফেসবুককে। অন্যান্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো নিজেদের নিরপেক্ষ বললেও আদতে তা প্রশ্নবিদ্ধ। জাকারবার্গ নিজে তাঁর সদিচ্ছার কথা বললেও ফেসবুকে তার প্রতিফলন দেখার প্রত্যাশা করেন এর ব্যবহারকারীরা। তথ্যসূত্র: দ্য ভার্জ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!