• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্ষমা চান, না হলে জনগণ আপনার বিচার করবে


গাজীপুর প্রতিনিধি আগস্ট ২২, ২০১৭, ০৯:২৯ পিএম
ক্ষমা চান, না হলে জনগণ আপনার বিচার করবে

গাজীপুর: জেলার কালিয়কৈর উপজেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিচারপতির কাজ হলো বিচার করা। ক্ষমা চান জাতির কাছে, তা না হলে জনগণ আপনার বিচার করবে।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে প্রধান বিচারপতির দেয়া ষোড়শ সংশোধনীর রায় সম্পর্কে বলতে গিয়ে উপজেলার বোয়ালী ইউপির সামনে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতির কাছে আবেদন করে আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রধান বিচারপতিকে পাগলাগারদে পাঠান। পরীক্ষা করে দেখেন, তিনি সুস্থ নাকি অসুস্থ। সুস্থ হলে বিচার করুন আর অসুস্থ হলে ব্যবস্থা নিন।  

বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওহাব, মো. হাফিজ উদ্দিন,  ফরিদ আহাম্মেদে প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী সিনিয়র পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানসহ আরো অনেকে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!