• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ক্ষমা চেয়ে আবেদন সকার-বারিধারার


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০১৭, ০৮:০৯ পিএম
ক্ষমা চেয়ে আবেদন সকার-বারিধারার

ঢাকা: সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে রেলিগেশন এড়ানোর প্লে-অফ ম্যাচে অংশ না নিয়ে শাস্তির কবলে পড়েছে ফেনী সকার ক্লাব এবং উত্তর বারিধারা ক্লাব। এই দুই ক্লাবকেই অবনমন করে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে নামিয়ে দেয়ার পাশাপাশি ৫ লাখ টাকা করে জরিমানাও করা হয়। আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে জরিমানার টাকা না দিলে আরও বড় শাস্তি অপেক্ষা করছে ক্লাবদুটির ভাগ্যে।

জরিমানা আদায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া ডেট লাইন পার হতে এখনো সপ্তাহ দুই বাকি। তার আগেই বাফুফের ডিসিপ্লিনারি কমিটির কাছে শাস্তি হ্রাসের জন্য আবেদন করেছে দুই ক্লাব। সকার ক্লাব সোমবার (২৩ জানুয়ারি) বাফুফে সভাপতি বরাবর আবেদন করে। উত্তর বারিধারা আবেদন করে মঙ্গলবার (২৫ জানুয়ারি)।

সকার ক্লাবের চিঠি প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘তাদের আগে করা আপিল খারিজ হয়েছে। এখন দুঃখ প্রকাশ করে প্রিমিয়ার লিগে থাকার জন্য সভাপতির কাছে চিঠি দিয়েছেন। তারা ফুটবলে তাদের অতীত অবদানের কথাও উল্লেখ করেছেন চিঠিতে।’ সকার ক্লাব আশা করছে বাফুফে সভাপতি তাদের আবেদন বিবেচনা করবেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!