• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্ষীপ্ত হয়ে সংবাদ সম্মেলন থেকে চলে গেলেন মন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৮, ২০১৭, ০৯:১১ পিএম
ক্ষীপ্ত হয়ে সংবাদ সম্মেলন থেকে চলে গেলেন মন্ত্রী

ঢাকা: বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার খরচ ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ যেকোনো দেশের চেয়ে বেশি। আর এবিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে ক্ষীপ্ত হয়ে সংবাদ সম্মেলনস্থল থেকে উঠে চলে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম। রোববার (৮ জানুয়ারি) দুপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে ২০১৬ সালের অর্জন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

সৌদি আরবে যাওয়ার জন্য সরকার ১ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করলেও বাস্তবে তিন থেকে আট লাখ পর্যন্ত লাগছে। এ বিষয়ে মন্ত্রণালয় কী করছে? মন্ত্রীর কাছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন- আমরা এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

শুধু সৌদি আরবই নয়, বাংলাদেশ থেকে যেকোনো দেশে যেতেই দুই থেকে ছয় লাখ টাকাও লাগে। তারপরেও সরকার কেন অভিযোগ অস্বীকার করছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। আমাদের তথ্য অনুযায়ী ১ লাখ ৫৬ হাজার টাকায় লোক যাচ্ছে।’

কোন প্রতিষ্ঠান এ টাকায় লোক পাঠাচ্ছে, জানতে চাইলে মন্ত্রী ক্ষীপ্ত হয়ে সংবাদ সম্মেলনস্থল থেকে চলে যান।

পরে প্রবাসীকল্যাণসচিব বেগম শামছুন নাহার বলেন, ‘আমরা তো বলব সবাই এই টাকায় পাঠাচ্ছে। তবে এটা ঠিক দুই প্রান্তেই মধ্যস্বত্বভোগী আছে। তাদের কারণেই খরচ বাড়ছে। আমরা তাদের তালিকা করছি।’

এর আগে ২০১৬ সালের অর্জন নিয়ে লিখিত বক্তব্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর বিদেশে কর্মী প্রেরণের সংখ্যা অনেক বৃদ্ধিসহ কর্মীদের কল্যাণে নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ২০১৬ সালে বিশ্বের বিভিন্ন দেশে ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন কর্মীর কর্মসংস্থান হয়েছে। ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে বৃদ্ধির হার ৩৬ দশমিক ৩১ শতাংশ।’

মন্ত্রী বলেন, ‘২০১৬ সালে ওমানে সর্বোচ্চসংখ্যক কর্মী গমন করেছে। এরপর সৌদি আরবে গেছেন। তবে প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি নতুন নতুন বাজার অনুসন্ধান করে যাচ্ছি। ইতিমধ্যে রাশিয়ায়, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’

সংবাদ সম্মেলনে অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সেলিম রেজা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস প্রমুখ উপস্থিত ছিলেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!