• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্ত ২০ গ্রামের মানুষের সমাবেশ


ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি সেপ্টেম্বর ২৩, ২০১৮, ০৩:০৩ পিএম
কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্ত ২০ গ্রামের মানুষের সমাবেশ

ছবি: সোনালীনিউজ

দিনাজপুর : জেলার বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা লোপাটের ঘটনায় দোষিদের দ্রুত বিচারসহ খনি এলাকার পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত ২০ গ্রামের মানুষের ৮ দফা দাবি আদায়ের লক্ষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

ওই এলাকার যাতায়াতের রাস্তা মাটির নিচে দেবে যাওয়ায় মেরামত করা, ক্ষতিগ্রস্ত ২০ গ্রামের পরিবার থেকে চাকরি প্রদানরসহ ৮ দফা দাবিতে গত ২২ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টায় সমন্বয় কমিটির আয়োজনে কয়লাখনি বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ক্ষতিগ্রস্ত ২০ গ্রাম কমিটির আহব্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহবায়ক মশিউর রহমান বুলবুল, সদস্য সচিব রাহেনুল ইসলাম, সদস্য বেনজির হোসেন, ফরহাদ আলী মন্ডল,মামুন মন্ডলসহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা তাদের দাবি মেনে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!