• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে অস্ত্রসহ দুই চাঁদাবাজ গ্রেফতার


খাগড়াছড়ি প্রতিনিধি মে ২৯, ২০১৬, ০৬:০৮ পিএম
খাগড়াছড়িতে অস্ত্রসহ দুই চাঁদাবাজ গ্রেফতার

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (২৯ মে) দুপুর ১২টায় উপজেলা সদরের বেলতলীপাড়ার ধুরুংখাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোবাবর (২৯ মে) দুপুরে লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মনিরুল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই দুই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি ৯ এম এম বোরের চায়না পিস্তল, তিন রাউন্ড গুলি, চাঁদা আদায়ের একটি তালিকা, দুইটি মোবাইল সেট, ৬ হাজার ৮৩৬ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- দুল্যাতলী ইউনিয়নের দেওয়ান পাড়া এলাকার মৃত সুরৎ চাকমার ছেলে অসিনি চাকমা (৫০) ও রাইঙ্গামাছড়া এলাকার ভুলন চাকমার ছেলে কিনাধন চাকমা (২০)।

এ বিষয়ে লক্ষ্মীছড়ি থানার ওসি মো. আহাদুজ্জামান জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা রুজু করার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে সকালে গ্রেফতারকৃতদের খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

 

Wordbridge School
Link copied!