• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খাগড়াছড়িতে পাঁচ জেএমবি সদস্যের ৭ বছরের কারাদন্ড


খাগড়াছড়ি প্রতিনিধি সেপ্টেম্বর ২৪, ২০১৬, ০৪:৫৫ পিএম
খাগড়াছড়িতে পাঁচ জেএমবি সদস্যের ৭ বছরের কারাদন্ড

খাগড়াছড়ির মাটিরাঙা থেকে গ্রেফতার হওয়া পাঁচ জেএমবি সদস্যকে ৭বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। শনিবার (২৪ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা ও দায়ারা জজ আদালতের বিচারক মো. ইনামুল হক ভূইঁয়ার আদালত এ রায় দেয়। 

দন্ডপ্রাপ্তরা হলো- কুমিল্লার দেবীদ্বার উপজেলার আব্দুর রহিম, খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার দেলোয়ার হোসেন, মো. ইউনুস ও সামছু মিয়া। এ মামলায় শামিম আহম্মেদ নামে একজন পলাতক রয়েছেন। 

আদালত সূত্র জানায়, পলাতক আসামীসহ ৫ জেএমবি সদস্যকে ৭বছরের সশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ডসহ অনাদায়ে আরও ২ বছরের কারাদন্ড দেয় আদালত। 

২০০৯ সালের সেপ্টেম্বর মাসে জঙ্গি প্রশিক্ষণের সময় মাটিরাঙার শান্তিপুর গ্রাম থেকে র‌্যাব-৭ এর অভিযানে তাদের আটক করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!