• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে পুলিশী বাধার মুখে বিএনপির বিক্ষোভ


খাগড়াছড়ি প্রতিনিধি মে ২৫, ২০১৭, ০৩:২১ পিএম
খাগড়াছড়িতে পুলিশী বাধার মুখে বিএনপির বিক্ষোভ

খাগড়াছড়ি: বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে পুলিশী বাধার মুখে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কলা বাগান এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভাঙ্গাব্রীজ এলাকায় আসলে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু।

সমাবেশে ওয়াদুদ ভূঁইয়া বলেন, অবৈধ সরকার বিএনপির আন্দোলন সংগ্রামকে ভয় পায়। তাই বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যোনে সমাবেশ করতে দেয়নি।

পুলিশ বাহিনী দিয়ে বিএনপির আন্দোলন দমানো যাবেনা উল্লেখ করে বলেন, ‘অবৈধ আওয়ামী লীগ সরকার অবৈধভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে দেশ বিদেশে বাংলাদেশের সুনাম নষ্ট করছে’।

সমাবেশ থেকে বক্তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেয়ায় তীব্র নিন্দা জানিয়ে সরকারকে গনতান্ত্রিত পরিবেশ চর্চার আহ্বান জানান।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!