• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে বাঙ্গালী ছাত্র পরিষদের বিক্ষোভ


খাগড়াছড়ি প্রতিনিধি অক্টোবর ৮, ২০১৬, ০৬:০৯ পিএম
খাগড়াছড়িতে বাঙ্গালী ছাত্র পরিষদের বিক্ষোভ

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন জাতীয় সংসদে পাস এবং খাগড়াছড়ির বিশেষ পর্যটন জোন বাতিলের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী সংগঠনের দুটি অংশ।

শনিবার (৮ অক্টোবর) সকালে শহরের টাউন হল এলাকা থেকে বিক্ষোভ করে বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদের গ্রুপের নেতৃত্বাধীন একটি অংশ। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শাপলা চত্বর মোড়ে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, আব্দুল মজিদ, জেলা কমিটির একাংশের সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ, মো. মহিউদ্দিন প্রমুখ।

অন্যদিকে, একই দাবিতে বিক্ষোভ করেছে বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মাসুম গ্রুপ নেতৃত্বাধীন অপর একটি অংশ। মিছিলটি শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে শুরু হয়ে শাপলা চত্বরে এসে বিক্ষোভ করে। সমাবশে থেকে অবিলম্বে ভূমি কমিশন আইন বাতিল ও পর্যটন জোনের কার্যক্রম শুরু করার দাবি জানানো হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!