• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে শ্রদ্ধা ও ভালোবাসায় বীর শহীদদের স্মরণ


খাগড়াছড়ি প্রতিনিধি মার্চ ২৬, ২০১৭, ১১:৪৬ এএম
খাগড়াছড়িতে শ্রদ্ধা ও ভালোবাসায় বীর শহীদদের স্মরণ

খাগড়াছড়ি : শ্রদ্ধা ও ভালোবাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের স্মরণ করেছে খাগড়াছড়ির বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

দিনটি উপলক্ষে রোববার (২৬ মার্চ) সকালে ৩১ বার তোপধ্বনি দেয় জেলা পুলিশ। পরে শহরে চেঙ্গী স্কোয়ার এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শুরুতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান  (প্রতিমন্ত্রী) যতীন্দ্র লাল ত্রিপুরা, স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার মো. আলী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা পুস্পমাল্য অর্পন করেন।

এছাড়া খাগড়াছড়ি প্রেসক্লাব, রেড ক্রিসেন্ট ইউনিটসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!