• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়ির গুইমারায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত


খাগড়াছড়ি প্রতিনিধি ডিসেম্বর ১৮, ২০১৭, ০৪:৪৯ পিএম
খাগড়াছড়ির গুইমারায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

খাগড়াছড়ি : আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ। ‘উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে’ এ প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযথভাবে পালনের লক্ষ্যে সরকার জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

অভিবাসী কর্মীদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার প্রয়াসে প্রতিবছর ১৮ ডিসেম্বর পালিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস।

তেমনি নবসৃষ্ট খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ও পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। দিবসটি উপলক্ষে গুইমারা উপজেলা প্রশাসন র‌্যালি ও আলোচনা সভা পালন করেছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া।

আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন গুইমারা মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ, হাফছড়ি ইউ পি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার জয়নুল আবেদিন, গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুশিল রঞ্জন পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা জিনা চাকমা, মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা, এলজিইডি প্রকৌশলী মো. শাহ জাহান প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন গুইমারা উপজেলার বীর মুক্তিযোদ্ধা, গুইমারা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এবং গুইমারার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!