• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাদিজাকে লাইফ সাপোর্ট থেকে বের করা হবে


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১২, ২০১৬, ০৫:০৫ পিএম
খাদিজাকে লাইফ সাপোর্ট থেকে বের করা হবে

স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন চাপাতির আঘাতে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসকে শিগগিরই লাইফ সাপোর্ট থেকে বের করা হবে। লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়ার প্রথম ধাপ এটি। এর মধ্যেই স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার জন্য নার্গিসের শ্বাসনালীতে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। যদি শ্বাস-প্রশ্বাস নিতে কোনো সমস্যা না হয়, তাহলে খুব শিগগিরই তাকে লাইফ সাপোর্ট থেকে বের করবেন চিকিৎসকরা।

বুধবার (১২ অক্টোবর) চিকিৎসকদের বরাত দিয়ে নার্গিসের পরিবারের সদস্যরা এ খবর নিশ্চিত করেছে।

স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর ডা. মির্জা নাজিমউদ্দিন জানান, ইতোমধ্যে নার্গিসের গলায় অক্সিজেনের নল স্থাপন করা হয়েছে। লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়ার প্রথম ধাপ এটি।

গত ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে কুপিয়ে জখম করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে প্রতিবাদে ফুঁসে উঠে গোটা দেশ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!