• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খাদিজাকে স্কয়ার থেকে পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৮, ২০১৬, ০১:১৩ পিএম
খাদিজাকে স্কয়ার থেকে পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর

প্রায় দুই মাস চিকিৎসা শেষে খাদিজা আক্তার নার্গিসকে রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে সাভারের পক্ষাগাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সাদা রংয়ের অ্যাম্বুলেন্স খাদিজাকে নিয়ে সাভারের উদ্দেশে রওনা হয়। সেখানে তাকে আরো ১৫ দিন ফিজিওথেরাপি দেওয়া হবে। পরে চিকিৎসকদের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানানো হয়েছে।

খাদিজার চিকিৎসক ডা. মির্জা নাজিম উদ্দিন বলেন, খাদিজা এখন নিজে খেতে পারে, পড়তে পারে, ধরে ধরে হাঁটতেও পারে। পুরোপুরি সুস্থ হওয়ার জন্য ভালো কোথাও রিহ্যাব ফিজিওথেরাপি করানো উচিত বলে মেডিকেল বোর্ড পরামর্শ দিয়েছিল। সে কারণেই আজ সকালে খাদিজাকে সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড-এ পাঠানো হয়েছে।

গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে চাপাতির কোপে আহত হন খাদিজা। মরণাপন্ন এই তরুণীকে তাৎক্ষণিক নেওয়া হয় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। পরদিন ভোরে তাকে আনা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেই দিনই তার মাথায় এক দফা অস্ত্রোপচার করা হয়।

স্কয়ার হাসপাতাল ছাড়ার আগে খাদিজা বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। যেন আমি দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারি। আর আমার জন্য আপনারা যে কষ্ট করেছেন তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।

পরে স্কয়ার হাসপাতালের স্টাফদের সহযোগিতায় একটি হুইল চেয়ারে করে তাকে অ্যাম্বুলেন্সে ওঠানো হয়। এসময় তার বাবা মাশুক মিয়াসহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, খাদিজা অনেকটাই সেরে উঠলেও তার শরীরের বাম অংশ এখনও অনেকটাই অবশের মতো হয়ে আছে। এখন তাকে ফিজিওথেরাপি দিতে হবে। আর সিআরপিই সবচেয়ে ভালো বিকল্প।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!