• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খাল দখল করে ভবন নির্মাণে নিষেধাজ্ঞা


আদালত প্রতিবেদক নভেম্বর ৩০, ২০১৬, ০৪:৫৯ পিএম
খাল দখল করে ভবন নির্মাণে নিষেধাজ্ঞা

ঢাকা: রাজধানীর মিরপুরে খাল দখল করে বহুতল ভবন নির্মাণ কাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খাল দখল করে নির্মাণ কাজ ও মাটি ভরাট বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩০ নভেম্বর) এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট এই আদেশ দিয়েছেন।

আদালতের এই আদেশ প্রতিপালন করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, গণপূর্তের প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী ও মিরপুর থানার ওসিকে নির্দেশ দেয়া হয়েছে।

সোনালীনিউজ/এমএন

Wordbridge School
Link copied!