• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাল ভরাটে ব্যস্ত শ্রমিক নেতা!


নাহিদ আল মালেক, বগুড়া এপ্রিল ২৭, ২০১৮, ০১:২৪ পিএম
খাল ভরাটে ব্যস্ত শ্রমিক নেতা!

বগুড়া: জেলার শেরপুর উপজেলায় সরকারি খাল মাটি ফেলে ভরাট করছেন এক শ্রমিক নেতা। খালটি ভরাট বন্ধে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন বরাবরে লিখিত আবেদনও করেছে।

এলাকাবাসী জানান, উপজেলার কেল্লা বাজার সংলগ্ন ৩ কিলোমিটার সরকারি খাল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর উদ্যোগে ২০১০-১১ অর্থ বছরে খনন করা হয়। সম্প্রতি খালের পুর্বপার্শ্ব দিয়ে পাকা রাস্তাও নির্মাণ করা হয়েছে। কয়েকদিন যাবত খালের জায়গায় মাটি ফেলে ভরাট করনের কাজ শুরু করেছেন এলাকার শ্রমিক নেতা আলহাজ্ব ইসাহাক আলী সরকার।

এ বিষয়ে কেল্লা গ্রামের আকবর আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। বুধবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) লিটন সরকার সরেজমিন এলাকা পরিদর্শন করে মাটি ভরাট কাজ বন্ধ করে দেন।

এলাকাবাসীর অভিযোগ, খালটিতে মাটি ভরাট করলে পানিপ্রবাহ ব্যাহত হবে। এলাকার কৃষকেরা চাষাবাদ থেকে বঞ্চিত হবেন।

এ ব্যাপারে শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. লিটন সরকার জানান, আমি নিজে গিয়ে মাটিভরাট কাজ বন্ধ করে দিয়েছি। এ জায়গা নিজের বলে দাবি করেছেন ইসাহাক আলী। এ ব্যাপারে মাপজোক করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!