• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হয়েছে : আইজি প্রিজন


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০১৮, ০৭:৩৬ পিএম
খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হয়েছে : আইজি প্রিজন

ঢাকা: আদালতের নির্দেশ অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

রোববার ( ১১ ফেব্রুয়ারি) খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতের নির্দেশনা জারিকারক(বহনকারী) আনিসকে সঙ্গে নিয়ে কারা কর্তৃপক্ষর কাছে আদালতের আদেশ পৌঁছে দেন। এ সময় সানাউল্লার সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, জিয়া উদ্দিন জিয়া ও এম হেলাল উদ্দিন হেলাল।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান জেলকোড অনুযায়ী খালেদা জিয়াকে কারাগারে ডিভিশন দিতে জেল কোডের বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য কারা কর্তৃপক্ষকে আদেশ দেন।

দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান। এই মামলায় অন্য আসামি খালেদার বড় ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!