• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদা জিয়ার অনুপস্থিতেই বিচার চলবে


আদালত প্রতিবেদক সেপ্টেম্বর ২০, ২০১৮, ০১:৫৯ পিএম
খালেদা জিয়ার অনুপস্থিতেই বিচার চলবে

ঢাকা : পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ চলবে বলে আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত শুনানি শেষে বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন।

মামলার নথি পর্যালোচনা করে আদালত তার আদেশে বলেছেন, মামলাটি সাত বছর ধরে চলমান। এর মধ্যে তিনি ৪০ বার সময় নিয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত তিনি আদালতে আসেননি। কিন্তু গত ৫ সেপ্টেম্বর তিনি আদালতে এলেও তিনি আর আসতে পারবেন না বলে জানান। এরপর ১২ ও ১৩ সেপ্টেম্বর আদালতে আসতে অনিচ্ছুক এমন মতামতও তিনি জানিয়েছেন।

‘আজকেও তিনি আদালতে আসতে পারবেন না বলে অপারগতা জানিয়েছেন। সার্বিক বিষয় দেখে প্রতীয়মান হয় যে, তিনি ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির হচ্ছেন না। এ অবস্থায় অন্য আসামিরা হাজির হচ্ছেন। তিনি হাজির না হওয়ায় বিচার বিলম্বিত হচ্ছে। ফলে তার অনুপস্থিতিতেই বিচারিক কার্যক্রম চালানো প্রয়োজন।’ বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উভয়পক্ষের শুনানি হয়।

রাষ্ট্রপক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল আর খালেদা জিয়ার পক্ষে ছিলেন সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার। এদিকে খালেদা জিয়ার মামলার শুনানিকে কেন্দ্র করে কেন্দ্রীয় কারাগারের সামনে পুলিশ, আনসার এবং গোয়েন্দা সংস্থার বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

বাড়তি নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কারাগার এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।  একইসঙ্গে আশেপাশের সড়কগুলোতে যান চলাচল সীমিত করে দেওয়া হয়েছে।

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘খালেদা জিয়ার মামলার শুনানি ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরালো করা হয়েছে।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!