• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার আসনে প্রার্থী হচ্ছেন কে?


বিশেষ প্রতিনিধি সেপ্টেম্বর ৮, ২০১৮, ০৬:১৬ পিএম
খালেদা জিয়ার আসনে প্রার্থী হচ্ছেন কে?

ঢাকা : বিএনপির নেতা-কর্মীদের কাছে বগুড়া-৬ (সদর) জিয়া পরিবারের জন্য সংরক্ষিত আসন হিসেবে পরিচিত। ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত টানা চারবার এখানে সাংসদ হয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

তবে দুর্নীতির মামলায় সাজা হওয়ায় এবার খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থিতা নিয়ে সংশয় রয়েছে। সে ক্ষেত্রে বিএনপির নেতা-কর্মীরা চাইছেন, তারেকের স্ত্রী জোবাইদা রহমান কিংবা জিয়া পরিবারের অন্য কেউ এখানে প্রার্থী হোন।

১৯৭৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব কটি জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসনে জিতেছে বিএনপি। এর মধ্যে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত চারবার সাংসদ হয়েছেন খালেদা জিয়া। পরে তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে অন্যরা জয়ী হন।

২০০৮ সালের নির্বাচনে খালেদা জিয়া মোট ভোটের ৭১ শতাংশ পেয়ে জয়ী হন। ২০০১ সালের নির্বাচনে পেয়েছিলেন ২ লাখ ২৭ হাজার ৩৫০ ভোট, যা মোট ভোটের ৭৮ শতাংশ।

বিএনপির ১২ জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়া বা তাঁর ছেলে তারেক রহমানই আগামী নির্বাচনে এই আসনে প্রার্থী হবেন বলে তাঁদের প্রত্যাশা। আইনগত কারণে শেষ পর্যন্ত তাঁরা প্রার্থী হতে না পারলে তাঁরাই ঠিক করবেন বিকল্প প্রার্থী কে হবেন। তবে নেতা-কর্মীরা জিয়া পরিবারের বিকল্প হিসেবে অন্য কাউকে ভাবছেন না। খালেদা বা তারেকের বিকল্প প্রয়োজন হলে এখানে তারেকের স্ত্রী জোবাইদা রহমান প্রার্থী হবেন।

বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আলী আজগর তালুকদার বলেন, তাঁরা এখনো আশাবাদী, খালেদা জিয়া ও তারেক রহমানকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। তবে শেষ পর্যন্ত তাঁদের নির্বাচনের বাইরে রাখার সরকারি কূটকৌশল যদি সফল হয়ই, তবে তাঁরা তারেকপত্নী জোবাইদা রহমানকে প্রার্থী হিসেবে দেখতে চান।

জিয়া পরিবারের কেউ প্রার্থী না হলে এ আসনে প্রার্থীসংকটের আশঙ্কা করছেন বিএনপির নেতা-কর্মীরা। তবে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম কিংবা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এখানে মনোনয়ন চাইবেন কি না, তা নিয়ে গুঞ্জন রয়েছে।

সাইফুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া কোনো নির্বাচনের কথা ভাবছি না আমরা। জিয়া পরিবারের কেউ প্রার্থী হবেন, এটাই শেষ কথা।’ জয়নাল আবেদীন বলেন, ‘আগামী নির্বাচনে ম্যাডামই প্রার্থী হবেন বলে আশাবাদী আমরা। তা না হলে জিয়া পরিবারের হয়ে কে লড়বেন, সেই সিদ্ধান্তও নেবেন ম্যাডাম ও তারেক রহমান।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!