• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

খালেদা জিয়ার জামিনের শুনানি অব্যাহত


নিজস্ব প্রতিবেদক মে ২৫, ২০১৮, ১২:০৯ এএম
খালেদা জিয়ার জামিনের শুনানি অব্যাহত

ঢাকা : দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা তিনটি ফৌজদারি মামলার মধ্যে কুমিল­ায় বাসে অগ্নিসংযোগ করে হত্যা মামলার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মে) বিচারপতি মো. আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ শুনানি হয়। বাকি দুই জামিন আবেদনের শুনানি হবে আগামী রোববার।  

সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন আবেদনের ঘোর বিরোধিতা করে বক্তব্য উপস্থাপন করেন।

অপরদিকে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন অ্যাটর্নি জেনারেলের বক্তব্যকে সময়ক্ষেপণের শামিল বলে মন্তব্য করে বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, খালেদা জিয়ার কারাবাসকে দীর্ঘায়িত করতে অযথা সময়ক্ষেপণ করছেন সরকারের প্রধান আইন কর্মকর্তা।’

খন্দকার মাহবুব কুমিল­ায় বাসে অগ্নিসংযোগ করে হত্যা মামলার অভিযোগের উল্লেখ করে বলেন, ‘খালেদা জিয়া অবরোধ কর্মসূচি দিয়েছিলেন বলেই যাত্রীবাহী বাসে হামলা হয়েছে এবং সেখানে পেট্রোল বোমা মারা হয়েছে। এ ঘটনায় অনেক মানুষ মারা গেছেন। মামলার এজাহারে খালেদা জিয়া সম্পর্কে শুধুু এটুকু বলা হয়েছে।’

তিনি তার যুক্তির সমর্থনে বলেন, ‘যেহেতু খালেদা জিয়ার নাম এজাহারে ছিল না, পরবর্তী পর্যায়ে ৭৭ আসামির মধ্যে ৫১ নম্বরে খালেদা জিয়ার নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই।’

ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারা উল্লেখ করে খন্দকার মাহবুব বলেন, ‘যেহেতু এই অপরাধে আসামির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, সেক্ষেত্রেও আসামি যদি মহিলা হয়, অসুস্থ থাকে বা অল্পবয়সী হয় তাহলে তাকে জামিন দেওয়া যায়। আশা করি এই বিবেচনায় তার মক্কেল জামিন পাবেন।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!