• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদা-বার্নিকাট বৈঠক শুরু


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২২, ২০১৭, ০৫:৫৩ পিএম
খালেদা-বার্নিকাট বৈঠক শুরু

২০১৬ সালের ২৪ জানুয়ারিতে অনুষ্ঠিত বৈঠকের ছবি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শুরু করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল।

২২ ফেব্রুয়ারি (বুধবার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র জানায়, বার্নিকাটের এই বৈঠক রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কাছে বিএনপির অবস্থান বিষয়ে হয়ত পরিষ্কার ধারণা পাওয়া যাবে এ বৈঠকে। যুক্তরাষ্ট্র সরকারের নতুন কোনও নীতি নিয়েও আলোচনা হতে পারে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক নিয়ে দুইপক্ষের আলোচনা হবে।

বৈঠকে নতুন সিইসি ও নির্বাচন কমিশন গঠন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ সমকালীন বিষয়ে আলোচনা হতে পারে। সর্বশেষ ২০১৬ সালের ২৪ জানুয়ারি খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন বার্নিকাট।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!