• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদাকে নিয়ে বিশাল শোডাউনের প্রস্তুতি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৮, ২০১৭, ০২:১৬ পিএম
খালেদাকে নিয়ে বিশাল শোডাউনের প্রস্তুতি

ঢাকা: দীর্ঘ ৩ মাস দেশে ফিরছেন বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া। তাকে অভ্যার্থনা দিতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন দলের সিনিয়র নেতারা। সেখান থেকে তিনি গুলশানের বাসভবনে যাবে এ সময় তাকে নিয়ে শোডাউন দিয়ে নিয়ে যাওয়া হবে বলে দলিয় সূত্রে জানা গেছে।

বুধবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় ভোররাত তিনটার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে বাংলাদেশের উদ্দেশে লন্ডন ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। হিথ্রো বিমানবন্দরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ লন্ডন বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদায় জানান।

বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টায় খালেদা জিয়াকে বহনকারী বিমানটি দুবাইয়ে অবতরণ করে। সেখানে দুইঘণ্টা বিরতির পর ফের ১২টার দিকে বিমানটি বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার সফরসঙ্গী তাবিথ আউয়াল।

বিকাল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে। এদিকে বিএনপি নেত্রীকে অভ্যর্থনা জানাতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি গ্রহণ করেছেন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিএনপি ও ২০-দলীয় জোট নেতাদেরও বিমানবন্দরে থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, জাসাস, বিএনপির কেন্দ্রীয় নেতাদের উদ্যোগে ওই অঘোষিত বিশাল শোডাউনের প্রস্তুতি চলছে। এ জন্য ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও জমায়েত হবেন দলীয় নেতাকার্মীরা।

প্রসঙ্গত, ১৫ জুলাই চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। 

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!