• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালেদার আত্মপক্ষ সমর্থন ২৪ নভেম্বর


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১০, ২০১৬, ০১:২৫ পিএম
খালেদার আত্মপক্ষ সমর্থন ২৪ নভেম্বর

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য ২৪ নভেম্বর তারিখ ধার্য করেছেন আদালত। এছাড়া,  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে (আইও) জেরা করার জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। খালেদা জিয়ার আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে  বৃহস্পতিবার (১০ নভেম্বর) পৌনে ১১টার দিকে পুরনো ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালত-৩ এর  এজলাসে হাজির হন খালেদা জিয়া। তার উপস্থিতিতে অস্থায়ী এ আদালতে জিয়া চ্যারিটেবল  ট্রাস্ট ফান্ড দুর্নীতি মামলার শুনানি শুরু হয়। মামলার নতুন তারিখ ধার্য  হওয়ার পর বেলা পৌনে ১টার দিকে খালেদা জিয়া আদালত ছেড়ে চলে যান তিনি।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!