• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার জামিন আবেদন রোববারের কার্য তালিকায়


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ০৫:৫৫ পিএম
খালেদার জামিন আবেদন রোববারের কার্য তালিকায়

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের রোববারের (২৫ ফেব্রুয়ারির) কার্য তালিকায় (কজ লিস্ট) রাখা হয়েছে।

শনিবার ( ২৪ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে আবেদনটি শুনানির জন্য রোববারের কার্য তালিকার ৩৬ নম্বরে রাখা হয়েছে। ফলে আবেদনটি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদন শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। এরপর এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেন আদালত।

খালেদা জিয়ার প্যানেল আইনজীবীদের সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী, তাকে রাজনীতি থেকে দূরে রাখতে এই মামলা করা হয়েছে। এটা প্রতিহিংসামূলক মামলা। এ মামলায় ইতোমধ্যে তিনি জামিন পেয়েছেন (বিচারিক আদালতে মামলা চলাকালে)। 

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!