• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
কুমিল্লায় সহিংসতার মামলা

খালেদার জামিন শুনানি রোববার পর্যন্ত মুলতবি


আদালত প্রতিবেদক জুন ৮, ২০১৮, ০৪:৪৬ পিএম
খালেদার জামিন শুনানি রোববার পর্যন্ত মুলতবি

ঢাকা : সহিংসতার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।

বৃহস্পতিবার (৭ জুন) বিচারপতি শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। খালেদা জিয়ার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। শুনানি অসমাপ্ত রয়েছে। আগামী রোববার আবার শুনানি হবে।

আদালত থেকে বেরিয়ে খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করে গণমাধ্যমকে বলেন, সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বিএনপি চেয়ারপারসনের কারাবাস দীর্ঘায়িত করার জন্য সময় নিয়েছেন। তার ভাষায় এটা ন্যায়বিচারের পরিপন্থি।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতকারীদের পেট্রোল বোমা ছোড়া ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করে পুলিশ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!