• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘খালেদার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশিরা’


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১, ২০১৬, ০৩:২৫ পিএম
‘খালেদার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশিরা’

বিদেশিরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িক সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রজন্ম মঞ্চ এ আলোচনা সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘যে বিদেশি শক্তির ওপর ভর করে খালেদা জিয়া ক্ষমতায় যেতে চেয়েছিলেন। সেই বিদেশিরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সম্প্রতি জন কেরির বাংলাদেশ সফরের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে।’

তিনি বলেন, ‘জামায়াত এখনও অখণ্ড পাকিস্তানে বিশ্বাস করে। তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশে বিশ্বাস করে না। অন্যদিকে পাকিস্তানিরা এখনও বসে নেই, বাংলাদেশ স্বাধীনের ৪৫ বছর পরও তারা একের পর এক ষড়যন্ত্র করছে।’

তিনি আরো বলেন, ‘যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে কটাক্ষ করে তাদের বিচারের জন্য আইন করতে আমরা বদ্ধপরিকর। এ আইনের আওতায় কেউ ছাড় পাবে না। কিছু দিন পর ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে পাশ হবে, যার সর্বোচ্চ শাস্তি হবে যাবজ্জীবন এবং জরিমানা এক কোটি টাকা।’

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রজন্ম মঞ্চ ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. নজরুল ইসলাম বাচ্চু এতে সভাপতিত্ব করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!