• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালেদার বিষয়ে সরকারের কিছুই করার নেই: কাদের


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০১৮, ১২:১০ পিএম
খালেদার বিষয়ে সরকারের কিছুই করার নেই: কাদের

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণ বিষয়ে সরকারের কিছু করার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৮ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু পুত্র শেখ জামালের ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে বেগম জিয়া অংশ নিতে পারবেন কি না তা ঠিক করবেন আদালত। সরকারের কিছুই করার নেই। আদালতের নির্দেশের আলোকে সরকার কাজ করবে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির বিষয়েও আমাদের কিছু করণীয় নেই। তাকে সাজা দিয়েছেন আদালত, মুক্তি দিলেও তারাই দিবেন।’

তারেক রহমান প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপিই চায় না তারেক রহমান দেশে ফিরে জেল-জুলুম মোকাবেলা করে রাজনীতি করুক। তারও সে সাহস নেই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম প্রমুখ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!