• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালেদার মামলার হাজিরা নিয়েই ব্যস্ত বিএনপি


বিশেষ প্রতিনিধি ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ০২:৪১ পিএম
খালেদার মামলার হাজিরা নিয়েই ব্যস্ত বিএনপি

ঢাকা : বিএনপির সব ব্যস্ততা এখন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলাকে ঘিরে। আইনি লড়াইয়ের পাশাপাশি চেয়ারপারসনের মুক্তির দাবিতে রাজপথেও চলছে নানা কর্মসূচি।

দলীয় প্রধানের কারাবাস দীর্ঘ হওয়ার আশঙ্কা মাথায় রেখে জ্যেষ্ঠ নেতারা বলছেন, এতে দেশে নৈরাজ্য তৈরি হতে পারে। তবে যেকোনো মূল্যে দলীয় প্রধানকে কারাগারের বাইরে আনতে চায় তারা।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর পর আইনি লড়াই ও রাজপথের কর্মসূচি জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপি।

চেয়ারপারসনের সাজার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের প্রস্তুতি নিচ্ছেন আইনজীবীরা। একইসঙ্গে ঢাকাসহ দেশব্যাপী নানা কর্মসূচিও পালন করা হচ্ছে।

দলটির সিনিয়র নেতারা বলছেন, খালেদা জিয়ার মামলার রায়ের পাশাপাশি সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় চলছে। এ অবস্থায় আগামী নির্বাচনসহ অন্য রাজনৈতিক বিষয়ে মনোযোগ দিতে পারছে না বিএনপি।

বিএনপি নেতাদের আশঙ্কা, বিচার বিভাগের প্রতি সরকারের প্রভাবের কারণে সহসা মুক্তি পাচ্ছেন না খালেদা জিয়া। এতে দেশে অস্থিরতা বাড়ছে বলে মনে করছেন তারা।

তবে সরকার যতই কঠোর হোক আপাতত শান্তিপূর্ণ পথেই বিএনপির আন্দোলন চলবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!