• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খালেদার সংবাদ সম্মেলনে কূটনীতিকরা


নিজস্ব প্রতিবেদক মে ১০, ২০১৭, ০৯:০৩ পিএম
খালেদার সংবাদ সম্মেলনে কূটনীতিকরা

ঢাকা: দেশবাসির সামনে রূপকল্প ২০৩০ তুলে ধরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারলে বিএনপি সরকার কী কাজ করবে তার ধারণা দিতেই এই রূপকল্প তুলে ধরলো বিএনপি। সংবাদ সম্মেলনে ঢাকায় অবস্থিত বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

রূপকল্প ২০৩০ জানাতে বুধবার (১০ মে) বিকেল পাঁচটার দিকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন খালেদা জিয়া। রাজধনীর গুলশানের হোটেল ওয়েস্টিনের বলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে কূটনীতিকদের মধ্যে ভারত, চীন, ব্রিটেন, পাকিস্তান, সৌদি আরব, কাতার, দক্ষিণ কোরিয়া, আরব আমিরাত, জাপান, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি, তুরস্কসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা অংশগ্রহণ করেছেন। এছাড়াও ইউরোপিয় ইউনিয়ন, উন্নয়ন সংস্থা ইউএনডিপিসহ কয়েকটি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএনপির রূপকল্প-২০৩০ পুরোটাই পড়ুন

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!