• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার ৪ মামলার কার্যক্রম স্থগিতই থাকছে


আদালত প্রতিবেদক এপ্রিল ২৫, ২০১৭, ০১:০৬ পিএম
খালেদার ৪ মামলার কার্যক্রম স্থগিতই থাকছে

ফাইল ছবি

ঢাকা: যাত্রাবাড়ী ও দারুস সালাম থানায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাশকতার আরো চার মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন ২ সপ্তাহের জন্য মুলতবি রেখেছেন চেম্বার আদালত।

এর ফলে এই দুই সপ্তাহ খালেদার মামলাগুলোর কার্যক্রম স্থগিতই থাকবে বলে জানিয়েছেন তার আইনজীবী জাকির হোসেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এই আদেশ দেন।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন জাকির হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

এর আগে গত ১৩ এপ্রিল  বিচারপতি মো. মিফতাহ উদ্দীন চৌধুরী ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই ৪ মামলার কার্যক্রম স্থগিত করেন। পরে এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।

আজ শুনানি নিয়ে আদালত উপরোক্ত আদেশ দেন।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!