• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
পুড়িয়ে ৪২ জনকে হত্যা

খালেদাসহ চারজনের বিরুদ্ধে প্রতিবেদন ৫ জুলাই


আদালত প্রতিবেদক মে ১৯, ২০১৮, ০৪:০৪ পিএম
খালেদাসহ চারজনের বিরুদ্ধে প্রতিবেদন ৫ জুলাই

ঢাকা : হরতাল-অবরোধের নামে আগুনে পুড়িয়ে ৪২ জনকে হত্যার ঘটনায় বিএনপি চেয়ারপারসনসহ চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত। নির্ধারিত দিন বৃহস্পতিবার (১৭ মে) গুলশান থানার ওসি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম নতুন দিন ধার্য করেন।

মামলার অপর আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, শমসের মবিন চৌধুরী ও অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিকাল ৫টায় গুলশান কার্যালয় থেকে সারা দেশে অবরোধ পালনের ঘোষণা দেন খালেদা জিয়া। এরপর দফায় দফায় হরতাল দেন। এ কর্মসূচি ঘোষণার পর একই বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে দগ্ধ হয়ে ৪২ জন নিহত এবং সরকারের কোটি কোটি টাকার সম্পদের ক্ষতি হয়।

ওইসব ঘটনায় ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী মামলা করেন। আদালত গুলশান থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!