• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবক ‘অভিজিতের খুনি’


নিজস্ব প্রতিবেদক জুন ১৯, ২০১৬, ০১:০৪ পিএম
খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবক ‘অভিজিতের খুনি’

রাজধানীর খিলগাঁওয়ে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত শরিফুল ওরফে সালেহ ওরফে আরিফ (৩০) বিজ্ঞান বিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িত এবং তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আহসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি করেছে পুলিশ।

শনিবার রাত ২টার দিকে খিলগাঁও মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘সন্ত্রাসীদের’ গোলাগুলিতে ওই যুবক নিহত হন বলে পুলিশের ভাষ্য।

পুলিশের দাবি, শুদ্ধস্বর প্রকাশনীর কর্ণধার আহমেদুর রশিদ টুটুলকে হত্যা চেষ্টার মূল সমন্বয়কও ছিলো এই শরীফ।

সর্বশেষ শরীফের সন্ধানে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিলো।

শরীফের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!