• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খিলগাঁওয়ের ঘটনায় মামলা দায়ের


বিশেষ প্রতিনিধি মার্চ ১৯, ২০১৭, ০৬:২৩ পিএম
খিলগাঁওয়ের ঘটনায় মামলা দায়ের

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের শেখের হাটে র‌্যাবের চেকপোস্টে বিস্ফোরক নিয়ে অনুপ্রবেশের চেষ্টা ও নিহতের ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) রাতে র‌্যাব-৩ এর ডিএডি কাজী হাসানুজ্জামান বাদী হয়ে খিলগাঁও থানায় এ মামলাটি দায়ের করেন।

খিলগাঁও থানার এসআই মাইনুল হক খান জানান, মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

খিলগাঁও শেখের জায়গায় শনিবার (১৮ মার্চ) ভোর পৌনে ৫টার দিকে চেকপোস্ট অতিক্রমকালে মোটরসাইকেল আরোহী যুবককে থামতে সংকেত দেয় র‌্যাব। কিন্তু সে সংকেত অমান্য করে অতিক্রমের চেষ্টা করলে র‌্যাবের গুলিতে ঘটনান্থলেই তার মৃত্যু হয়।

র‌্যাবের দাবি, এ সময় তার সঙ্গে থাকা ব্যাগে বড় আকারের একটি এবং দেহের বেল্টের সঙ্গে বাঁধা ছোট দুটি হাতে তৈরি বোমা পাওয়া যায়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি/এইচএআর

Wordbridge School
Link copied!