• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনা-সিলেটকে পয়েন্ট ভাগ করে দিল বৃষ্টি


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১৫, ২০১৭, ০৪:৫১ পিএম
খুলনা-সিলেটকে পয়েন্ট ভাগ করে দিল বৃষ্টি

ঢাকা: কোনরকম পরীক্ষা না দিয়েই পয়েন্ট ভাগ করে নিল খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স। আর এ জন্য অবদান রেখেছে বৃষ্টি। বৃষ্টি বিড়ম্বনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৫তম ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ফলে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছেন নাসির-মাহমুদউল্লাহরা।

বুধবার (১৫ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বেলা দেড়টায় শুরু হওয়ার কথা ছিল সিলেট সিক্সার্স-খুলনা টাইটান্সের ম্যাচ। কিন্তু সকাল থেকেই ঢাকার আকাশ অন্ধকারাচ্ছন্ন ছিল। দুপুর ১২ টা থেকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। যা অব্যাহত আছে। ফলে নির্ধারিত সময়ে টস হতে পারেনি। উইকেট ঢেকে রাখা হয়েছে কাভার দিয়ে।  

ম্যাচটি পরিত্যক্ত হওয়ার ফলে ৬ খেলায় ৩ জয় ও ২ হারে ৭ পয়েন্ট নিয়ে আবারো টেবিলের শীর্ষে উঠলো সিলেট। আর ৫ খেলায় ২ জয় ও ২ হারে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে থাকলো খুলনা।

আগামী ১৭ নভেম্বর রাজশাহী কিংসের বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে নামবে সিলেট। একই দিন সন্ধ্যায় চিটাগং ভাইকিংসের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে খুলনা টাইটান্স।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!